বেতনে মিলেনা জীবনের হিসাব
থাকে শুধু মাইনাসে,
ইদানীং বেড়ে গেছে পেরেশানী
ভুগছি সাইনাসে।
মধ্যবিত্তের সাইন বোর্ডে
সম্মানে ভরা,
এমন দেশটি কোথা পাব
যার এক পাশে ভরা যৌবন
অন্য পাশে খরা।
শতভাগ বেতনের পঞ্চাশ দোকানে,
ডাক্তারের পরামর্শে বিশ ভাগ
রেখে আসি সেখানে।
বিশ ভাগে কাঁচা বাজার
গিয়ে দেখি অস্থির,
দশ ভাগ হাতে নিয়ে
হয়ে যায় স্থির।
যাচ্ছে বেড়ে দিনে দিনে
এক শ্রেণীর ডিপ্রেশন,
হিসাবের খাতা থেকে বাদ দিলাম
ভাল মানের এডুকেশন।
দেশের তরে খেটে মরি
আমার সন্তান বঞ্চিত,
আমার তরে কেন আজি
জাতির বিবেক সঞ্চিত ?