আমার একটা সম্পদ ছিল
অনেক দামী,
এক কথায় অমূল্য রতন।

এই তো সেদিন
সরকারের সম্পদ হিসাব বিবরণী দাখিলের সময়
নতুন করে মনে পড়েছে
সেই সম্পদের কথা।

সরকারের ঐ ফরমে
তোমার মত এত অমূল্য সম্পদ দেখানোর
কোন অপশন ছিল না।

তোমার মনে আছে কি ?
তোমার কোঁপায় প্রকৃতির অখ্যাত ফুল
গুঁজে দিলেই তুমি তুষ্ট হতে,
তোমাকে পৃথিবীর সবচেয়ে দামী সম্পদ
বলেছিলাম সেদিন।

তোমার কাছেও তো আমি তা-ই ছিলাম
তুমিই তো বলেছিলে,
আমি অকপটে বিশ্বাস করে
নিজেকে সপে ছিলাম সেদিন।

এখন আমি নিঃশ্ব
একেবারে নিঃশ্ব
অনেক কিছু থেকেও
যেন কিছুই নেই আমার।

                 না
সরকার বাজেয়াপ্ত করেনি সেই সম্পদ।

তুমি নিজেই নিজেকে তুলে দিয়েছো
এক অপরিচিত দখলদারীর হাতে।