তোমাকে  আপন করতে পারি নি
তাই তোমার শহরের  বাতাস মাটি
প্রতিটি বালুকণাকে আপন করে নিয়েছি।
প্রতিটি বৃক্ষ, তরুলতাকে নিজের করে নিয়েছি।
এই শহরের ছাপ যেখানে আছে সেখানেই আপন ভুবন গড়েছি।
সিআরবির শতবর্ষীয় গাছগুলোতে বসন্ত বাউরির মত বাসা  বেধে নিয়েছি।
বঙ্গোপসাগরের  জলরাশিতে দোলায়মান জাহাজগুলোকেও বড্ড আপন করে নিয়েছি।
আমি তোমাতেই বড্ড মিশে গিয়েছি।