পাহাড়ি উপত্যকায়
সবুজ গহীন বনে
কল্লোলিত নদীর ধারে
কলকল ধ্বনির ঝরনার পাশে
পূর্নিমার জোছনায়
এক বসন্ত রাতের মৃদু হাওয়ায়
বুনো ফুলের সুবাসের মাদকতায়
হিজল গাছের ঢালে আলো আধাঁরির খেলায়
শুষ্ক  পাতার রুক্ষ স্পর্শে সরুঠোঁট বেনেবউ
এর সুললিত কলরব
শুনার ভ্রম, সেই বেনেবউ
সত্যিই আছে কি?
থাকুক বা না থাকুক
সেই বেনেবউর খোঁজে
হারিয়ে যেতে চাই
গহীন থেকে আরো গহীন জংগলে
উপত্যকা থেকে উপত্যকায়।