নষ্ট পৃথিবী, নষ্ট সিস্টেম, নষ্ট মানুষ ।
কোথাও নেই মমতা, স্নেহ, ভালোবাসা
নেই মানবতা, নেই ন্যায়বিচার।
হৃদয় গভীর শূন্যতায় হাহাকারে।
হৃদয়ের অন্তঃপ্রকোষ্ঠে রক্ষিত স্নেহ মমতা
আজ শুধু মুখে মুখে
খনার বচনের মত প্রলাপ বকে
পথের ধারে, অলি-গলিতে দূগর্ন্ধ ছড়ায়।

চারিদিকে বুনো উল্লাস
হায়েনার দলের নিষ্ঠুর খেলায়
ক্ষত বিক্ষত দেহ,
আগুনের লেলিহান শিখায় দগ্ধ চিত্ত।

অতঃপর বেমালুম চেপে যাও
মেনে নাও নিয়তির পরিহাস
কথার তুড়িতে বাচাল বলবে ধারায় মিলে না
কাজী বলবে খালাস।