নীল আকাশ তার বিশালতা নিয়ে আজও অধিষ্ঠিত।
নয়ন মেলে তাকাও মুগ্ধ হয়ে যাবে।
যত দেখিবে তত হারিয়ে যাবে এক স্বর্গীয় অনুভূতিতে।
সে কখনও তোমায় নিষেধ করবে না।
আমাদের আর কিছু না থাক অন্তত একটা আকাশ ত আছে।

জোছনাময় আকাশ এক অপূর্ব হৃদয় মোহনীয়।
মৃদুমন্দ বাতাসে দোলায়মান পত্র, পত্রের ঝরে পড়া
সবুজ মাঠ, পাখির কলকলানি
এখনো হারিয়ে যায় নি।
ওরা এখনো আছে,  আমাদের হাতছানি দিয়ে ডাকছে
ওরা কখনো তোমায় নিরাশ করবে না
ওরা কখনো তোমার মন ভাঙবে না।
ওদের সৌন্দর্যে হারিয়ে যাও,  
কখনও বিরক্ত হবে না।
আমাদের আর কিছু না থাক অন্তত একটা আকাশ ত আছে।

5 sep,  12:45 pm