কোনো এক রবিবারে
আম কাঁঠালের জৈষ্ঠ্যের রাতে
একটি শিশুর পৃথিবীতে আগমন।
পৃথিবীর আলো দেখার পর থেকেই তার কান্না শুরু
যেন ভুলে চলে এসেছে এখানে
জননীর সুশীতল ছায়ায় ও সে কান্না থামত না
তারপর একদিন হাঁটতে শিখতে পারার পর সে কান্না ভুলে গেল
তারপর কিছুসময়ের বিরতি।
এরপর দেড়যুগ পর আবার
সেই কান্না শুরু, তবে তা হৃদয়ের।
নিজেকে তার মনে হল এক অবাঞ্চিত, ব্যর্থ, ষোলআনা বৃথাময় জীবনের অধিকারী।
এভাবেই সময়গুলো দ্রুত অতিবাহিত হয়ে যায়।
তারপর হুট করে একদিন ক্যারিয়ার, সংসারের সমাপ্তি ।
কি অদ্ভুত এক জীবনের পেছনে ছুটে চলা
কি এক মরণনেশা!
কি অদ্ভুত এক পৃথিবীতে শিশুটি এল
এবং শুন্য হাতে চলে গেল!