তুমি ছিলে এক ফানুসের মতো,
আলো জ্বেলে আমার আকাশে উঠলে,
স্বপ্নের ডানায় ভর করে উড়লে,
কিন্তু জানতাম, তোমার ফেরা হবে না।
ফানুস যেমন হাওয়ার দোলায় ভেসে যায়,
তুমিও তেমনি দূরত্বের মাঝে মিশে গেলে,
মৃদু আলোয় আলোকিত করেছিলে ক্ষণিক,
তারপর নিঃশব্দে হারিয়ে গেলে আকাশের অতলে।
আমার হাতে ছিল সুতো,
তোমাকে আটকে রাখার সামান্য চেষ্টায়,
কিন্তু ফানুস যেমন ছুটে যায় অবধারিত,
তুমিও তেমনি সরে গেলে সময়ের টানে।
আজও আকাশে ফানুস দেখি,
মনে পড়ে তোমার ঝলমলে হাসি,
তুমি হারিয়ে গেছ ঠিক ফানুসের মতো,
কিন্তু হৃদয়ে থেকে গেছ অমলিন স্মৃতির আলো।