মনের মাটিতে বীজ বপন,
স্নেহের জলে সেচন,
ধৈর্যের সার প্রদানে,
মুলে গাড়ে ভালোবাসার বীজ।
শিকড় যেমন মাটি চেপে ধরে,
ঝড়ো হাওয়ায় টিকে থাকে,
তেমনি ভালোবাসা গভীর হলে,
কঠিন সময়েও অটুট থাকে।
পাতা যেমন রোদে জ্বলে,
ফুল যেমন সৌন্দর্য ছড়ায়,
তেমনি ভালোবাসা মনের আকাশে,
আনন্দের আলো ছড়ায়।
কিন্তু পাপড়ি ঝরে যায় শেষে,
ফুলের রূপ হয় ম্লান,
শিকড় গেঁথে থাকে মাটিতে,
ভালোবাসা থাকে স্থায়ী।
মানুষের ভালোবাসা হোক গভীর,
শিকড়ের মত মজবুত,
পাতার মত সবুজ, ফুলের মত সুন্দর,
সেই ভালোবাসা হোক অমলিন, অমর।