ধর্ম যে যার, উৎসব সবার
বাংলার মাটিতে জ্বলে শান্তির প্রহর।
শারদীয়ায় বাজুক বেজে,
সকল হৃদয়ে শান্তির সুর মিশে।

মন্দিরে প্রতিমা, মসজিদে আজান,
হৃদয়ে থাকুক মানুষেরই গান।
রঙিন আলোয় ভরে উঠুক ধরণী,
ভেদাভেদ ভুলে মিলুক সবার প্রাণের বাণী।

সাম্প্রদায়িকতার চাদরে নেই বিভেদ,
বাংলার আকাশে মিলে গেছে শ্রেষ্ঠ বেদ।
নিরাপদ থাকুক উৎসবের মেলা,
সবাই মিলে বানাই সম্প্রীতির বেলা।

শুভেচ্ছা জানাই, দূর্গোৎসবের দিনে,
সবাই থাকো ভালো, মানবতার গানে।
ধর্মের ঊর্ধ্বে, মিলে এক সুরে,
সৃষ্টির পথে হাঁটি—সেই পূর্ণ জ্যোৎস্নায় ভরে।

শারদীয়ার আনন্দে থাকুক ভালোবাসা,
নিরাপদে কাটুক সবার এই আশ্বাসা।