নির্মম বাস্তবতায় মুখোমুখি বাংলাদেশ,
স্বপ্নের শহরে যেনো ছায়ার আভাস,
দূর ভবিষ্যতের আলোতে খুঁজে নিচ্ছে পথ,
তবু কোথাও আছে কাঁটা, থমকে যায় গত।

সবুজ শ্যামল বাংলার বুক, প্রান্তর খাঁ খাঁ,
খেটে খাওয়া মানুষ হায় আজ অনাহারে ভাসা,
ফসলের মাঠে চোখে আশা, হাতে নেই বল,
সমুদ্রের তীরে দাঁড়িয়ে অপেক্ষা করে কূল।

রাজপথের শব্দে চিৎকার, হাহাকার তীব্র,
বিচারের আশায় অনেকেই পথ হারায় নিব্র,
তারুণ্যের মিছিলে আশার দীপ্তি, ছুটে চলে বেগে,
যুগান্তরের ঢেউ যেন বদলে দেয় ভেঙে।

বড় স্বপ্ন দেখে সবাই, সুখের দেশ হবে,
দুঃখ-কষ্টের পাতায় না জানি কে কবে,
নতুন ভোরের প্রতীক্ষায় আজও বাংলাদেশ,
একদিন সে হাসবে—সব বাধা ভেঙে দ্বেষ।