অতি ধার্মিকেরাই,
ধর্মের নামে রক্ত ঝরায়,
কথায় কথায় কুরআন-গীতা তুলে ধরে,
তবুও সহমর্মিতায় থাকে ঘাটতি,
নির্দয় শাসনে ভালোবাসা হারায়।
পাপ-পুণ্যের হিসাব কষে,
মানুষে মানুষে বিভেদ টেনে দেয়।
নিষ্ঠুর মুখোশের আড়ালে,
মানবতার পবিত্র রূপ হারায়,
শুধু শাসন আর ক্ষমতার লোভে।
যে ধর্ম শান্তি শেখায়,
সে ধর্মেই কেন এত অশান্তি?
অতি ধার্মিকেরা ধর্মের ভ্রান্ত রূপ তুলে ধরে,
তারা জানে না,
ধর্মের মূলমন্ত্র ভালোবাসা আর মানবতা।
অবশেষে দিন আসবে,
যেদিন তারা বুঝবে,
অতি ধার্মিকতার নামে তারা
ধর্মকে বিনাশ করেই ছাড়বে।