কত বছর যে দেখিনা তোমায়,
কত অচেনা আজ তোমার ছায়া।
হৃদয় আজ যেন পাথর হয়ে আছে,
তোমার প্রতি তবু ঘৃণার পরশ বয়ে চলে যায়।

মনে পড়ে কি সেই পুরোনো দিন,
যখন হাসি আর কান্নায় মিশেছিল বিন্দু বিন্দু সুর।
কতটা মায়া, কতটা ভালবাসা ছিল,
আজ কেবল ফেলে আসা ক্ষত যেন রক্তাক্ত ঘৃণার পুর।

তবুও, যে দূরত্বটা বেড়েছে সময়ের সাথে,
সেই দুঃখ আর অভিমান আজো বুকে জমে।
তোমায় দেখিনি, ছুঁইনি কতকাল,
তবু ঘৃণার আগুনটা নিভছে না কোনোকাল।

কখনো কি ভুলেছিলাম, নাকি ভুলতে পারিনি,
তোমার অস্তিত্বের গভীর ছায়া থেকে মুক্তি পেলাম না।
হয়তো এটাই নিয়তি—এক অসমাপ্ত অধ্যায়,
তোমার প্রতি ঘৃণা আর বেদনায় ঢাকা পড়ে আছে আমার ভালোবাসার কথামালা।