সহনশীলতা, সে এক নির্বাক চিৎকার,  
নীরবে ভাঙে ভিতর ভুবনের দ্বার।  
নিজের কান্না নিজেই গিলে ফেলে,  
কেউ জানে না, কেউ দেখে না, মনের খেলা।

চিৎকার যে বুকে জমে থাকে নির্জনে,  
চোখের জলও লুকায় সে আপন মনে।  
কথা বলে না, তবু কত কথা বাকি,  
সহনশীলতার গল্প, অজানা এক শাখি।

অশ্রুর স্রোতে ভাসায় সে অন্তর,  
তবু বাইরের আলোয় রাখে সব সুন্দর।  
ভাঙা মনটাকে জোড়া লাগায় নিজের হাতে,  
সহনশীলতা, তার নাম লেখা অদৃশ্য মাটিতে।

কখনো হয়তো ফুরাবে না এই লড়াই,  
তবু সে হেঁটে চলে, মাথা উঁচু, শান্তির চায়।  
নিজের চিৎকার গিলে ফেলার এই যে সাধনা,  
সহনশীলতার পথে হাঁটে যারা, তারা অজানা!