তোমার কাছে আসতে গিয়েছি কতবার,
মুখ ফিরিয়েছি শেষ মুহূর্তে, জেনো তার খবর।
হৃদয়ের গভীরে কতবার যে ডুবেছি,
তোমায় ছুঁতে চেয়েও নীরবে সরে গেছি।

স্বপ্নে তোমার দিকে নিজেকে ছুঁড়েছি বারবার,
আনন্দের ঢেউয়ে ভেসেছি শতবার।
মনে মনে রচনা করেছি তোমারই গান,
জানি না সে গান তুমি শুনতে পাবে কি একদিন!

ঈশ্বর জানেন, আমার শেষ হবে তোমায় ঘিরে,
তুমি থাকবে প্রান্তে, আমি শেষ নীড়ে।
অনেক দিন পর, তুমি ঠিক বুঝবে একদিন,
আমি এসেছিলাম শুধু তোমারই জন্যে—অন্তহীন।

তুমি হয়তো হাঁসবে, হয়তো চোখ ভিজবে,
আমি থাকবো শুধু স্মৃতিতে, দূর আকাশের গুজবে।
তবুও জানবে, আমি এসেছিলাম তোমার পথ চেয়ে,
আমার সবটুকু ভালোবাসা তোমার জন্যই ছিল নেয়ে।

সময়ের স্রোতে হারাবে সব,
তবুও বাঁচবে হৃদয়ে আমার নাম।
মনে রেখো, সেই অজানা কবি,
তোমার জন্যেই গড়েছিল তার প্রেমের তীর্থভূমি।