তোমাকে আমি ঘৃণা করি প্রতিটি কাজের ক্ষেত্রে,
তুমি যখন সকালে সূর্যের আলোয় ভাসো,
আমি ঘৃণা করি তোমার হাসির গুঞ্জন,
যেন সেটা আমার অন্তরকে জ্বালায় আগুনে।

তুমি যখন ফুলের মতো স্নিগ্ধ কথা বলো,
তখন আমার মন চিৎকার করে উঠে নীরব ঘৃণায়,
তোমার প্রতিটি পদক্ষেপ যেন আমার দিকে ছুড়ে দেওয়া শূন্যতা,
তুমি যখন আকাশের তারায় স্বপ্ন আঁকো,
আমি ঘৃণা করি তোমার সেই দূরত্বের প্রেম।

তোমার মায়াবী দৃষ্টি, যেন বিষ ছড়ায় অন্তরে,
তোমার ছোঁয়া আমার সমস্ত অহংকার ভেঙে দেয়,
তুমি যখন প্রকৃতির সুরে বেঁধে রাখো সুর,
আমি ঘৃণা করি তোমার সেই বড্ড অচেনা গান।

তবুও, তোমাকে ঘৃণা করাটা যেন এক অপূর্ণতা,
তোমার প্রতি ঘৃণা, যেন ভালবাসারই আরেক রূপ,
তুমি যতই দূরে থাকো,
তোমার ছায়ায় লুকিয়ে আছে একান্তের টান।