সাদা কাগজে মোড়ানো বিষের কাঠি,
হাতে ধরে আগুনে জ্বালাই,
ধোঁয়া ছেড়ে,
নিঃশ্বাসে টেনে নিই মৃত্যুর বার্তা।
জানি,
এ বিষ আমার শরীর ক্ষয় করবে,
ফুসফুস কালো করে দেবে,
হৃদস্পন্দন বাড়াবে,
রোগ বাধাবে।
তবুও,
কেন টানি এই বিষের টান?
কেন বারবার জ্বালাই এই বিষের কাঠি?
শুনেছি,
মানুষের চেয়েও সিগারেট বেশি ক্ষতিকর,
তবুও মানুষের প্রতি আমার ভালোবাসা কম নয়।
সেদিন যখন অনুধাবন করব,
মানুষের চেয়েও সিগারেট বেশি ক্ষতিকর,
সেদিন থেকে
আমি সিগারেট ছেড়ে দেব।
কিন্তু,
সেদিন কবে আসবে?