১.
অচেনা শহর, অচেনা লোকের ভীরে,
শত অভিমান যাকে ঘিরে,
সে কি জানে-
সাঁঝের আঁধার কতটুকু হলে গাঢ়,
ধীরে, নীড়ে যেতে হয় ফিরে?

২.
তবে, না হয় অপেক্ষা হোক, একটা ভীষণ আন্দোলনের;
প্রেমহীনতার এই শহরের দেয়ালগুলো সাদা রবে।
লুকিয়ে রাখা কষ্টগুলো সেই দেয়ালে স্লোগান হবে।
আঁধার রাতে একলা একা, চলবে যতো দুঃখ লেখা,
কান্না লেখা ফুরিয়ে গেলে লিখবো তাতে হাসি;
হয়তো তখন সজীব প্রাণে, ভুলে যাব অভিমানে-
দিতে সবার অলক্ষেতে নিত্য নিজের মনের ফাঁসি।

৩.
আমার এমন নীরব চেয়ে থাকা,
প্রহর জুড়ে প্রতীক্ষা, চোখ পথের উপর রাখা;
তোমার কাছে সত্যি যদি সব অকারণ হয়,
যেনো তবে- ভালবাসার চেয়ে অকারণ কিছু নয়।