বাবা ভালতো আছি বটে,
সময়ের ব্যস্ত হাঁটে,
ভুল গুলো খুঁজে দেবে কী, ।
জানোইতো স্বপ্ন পূরণে ব্যস্ত আছি,
ব্যস্ত , স্বপ্ন পুরুণ ইচ্ছেটি।
বাবা, ভালবাসায় কথা দিছি,
কথার কাজ , ভুলিনি, ।
যাবার আগে, সময়কে বলো ,
এই যে ভুল ,
একটু ভুল ,হবেইতো ।
দুই দুয়ারী তৃষণ শাকি, দীর্ঘ শ্বাসি ,
আবার যেদিন দেখা হবে,
সাদা চুলের গল্প বলবিনি। ?
বাবা, তোমার ছেলে আজ কাঁদতে জানে ,
একা একা চুপিসারে, ।
ভাবের হাসি, সকাল দুপুর ,
তোমার শাসন বোল ব্যস্ত পুকুর,
খালি চেয়ার তোমায় খোঁজে কি?