অনেকদিন পর,
নতুন একটা প্রশ্ন উদয় হল।
ভালো থাকা কাকে বলে ?
যখন যা চাই, তাই পাই অথবা,
না পাওয়ার আক্ষেপ, ধুর ছাই,
কী ভাল থাকার মানদণ্ড?
নাকি যাত্রা পথের পাশ কেটে,
ইচ্ছে অনিচ্ছা আর
পরিবর্তনের প্রভৃতি,জানতে গিয়ে,
বুঝতে পারা।
৭০০ কোটি পরিধির ৭০০ কোটি গল্প।
শাশ্বত জীবন ধারণ, নির্ধারিত নিপীড়ন।
তারপর ইতি টেনে ইতিবাচক আচরণ,
আমি কারো গোলাম।
তিনি যেমন রাখেন, তেমন টাই হোক।
এটাই হয়তো ভাল থাকা,
ভূবন ভূদন্ড ।
যদি পাওয়া না পাওয়ার মাঝে,
ভাল থাকা, থেকে থাকে।
তবে হাজার কোটি বছর পেরিয়ে,
মানব দানব নাম ছাড়িয়ে,
সভ্যতার,
কেন এত অসভ্য আচরণ?
শিশু শৈশব তাড়িয়ে
যুবক বা পায়ে দাড়িয়ে,বার্ধক্য ভয় পায়।
তারপর,
কড়ে আঙুলের ফাঁকে,
সময়ের সন্ধি বাঁকে,
পেছন ফিরে দাড়িয়ে থাকে।
ভাবে,
সময় না সম্পর্ক,
কে আসবে ফিরে?
কে যাবে দুরে?
ভাবনা কাঁদতে থাকে,
ভাবনা ভাবতে থাকে,
ভাল থাকার মান দণ্ড,
ভাল থাকার ভুবন,
ভূদন্ড ।