আমি তোমাদের কোন কিছুই,
বোঝাতে চাই নাহ।
নিজেকেই বোঝাতে, ক্লান্ত আমি।
তোমরা, কি বুঝতে চাও?
কতটা ভালো আছি?
নাকি, কতটা ভালো থাকি?
ভালো আছির সঙ্গায়,
আছে সংশয় সুর।
ভালো থাকির দেয়ালে লেখা,
দিবস দিন দুপুর।
তারপর থাকে বেঁচে থাকা।
বেঁচে থাকার বিবরণ,
কিংকর্তব্যবিমূঢ় ।
একরাশ ইচ্ছে আছে,
বিচ্ছেদের বা'পাশে।
একরাশ আশা আছে,
সপ্ত সুর দাম্ভিক দীর্ঘশ্বাসে।
অনেকটা সারগামের মত,
কেউ কারো মত নয়।
তবুও তারা একসাথে থাকে।
একসাথে যায় আপোষপুর।
স্বপ্ন টপ্ন দেখা হয় না।
বাঙালি বাচনে স্বপ্ন,
দেখা যায় না।
সকাল বিকাল সন্ধ্যা,
অর্থ কড়ি আন্ধা।
স্বপ্ন সেখানে,
বিধবার ক্লান্ত সিঁদুর।
কি ভাবছো?
তোমাদের বোঝাতে আমি লিখছি,?
আমি তো আমাকেই বোঝাতে ক্লান্ত।
আগামীতে এটা হবে ওটা হবে,
বলতে বলতে বিভ্রান্ত।
সান্ত্বনা এইটুকুই,
অসীম কে বলেছি,
আমিতো তোমারি সৃষ্টি।
ইচ্ছা অনিচ্ছার বিষন্ন বৃষ্টি।
বৃষ্টি মুখর আচ্ছন্ন দৃষ্টি।
দৃষ্টি যায় উদাসপুর।