অধরা জীবন, অধরা যেমন ,
শাসন বারণ, বারণ শাসন।
বারণ ভাষা, ছুঁতে চায় নিরাশা,
নিরাশার আকাশ ,যেমন তেমন।
কেন হয় এমন? কেন হয় এমন?

নীল খামে সাদা চিঠি,
নীল বলে আমি অতিথি,
অতিথি পড়ে না চিঠি,
চিঠি হারায় নীল আবরণ।
কেন হয় এমন? কেন হয় এমন?

ভালবাসা কি ভালো আচরণ,
ভালবাসা কি,ভালো বিবরণ,
নাকি অভিনয়, অভিমান যেমন ,
নাকি, অভিপ্রায় তুমির ভুবন।
কোথায় জীবন ? কোথায় মরণ?
কেন হয় এমন? কেন হয় এমন?

নীল আকাশে, সমুদ্র ভাসে,
সমুদ্র , নীল ভালোবাসে ।
আবেগী অপেক্ষা , বিবেকী প্রতিক্ষা
সময় সমীকরণ ।  
কেন হয় এমন ? কেন হয় এমন ?