অদ্ভুত কিছু অনুভূতির সম্মুখীন আমি,
শেকড় পেরিয়ে মগডাল ছুঁই ছুঁই।
ব্যস্ত জীবনের ব্যস্ততায় ,
লক্ষ্য পূরণের অসস্তি ঘিরে জনজীবন।
আজকের আমিতে আমার কোনো অবদান নেই,
স্রোতের বিপরীতে চলতে চলতে,
ভেসে যাওয়া এক কচুরি পানার গল্পের মত
এক আগাছার মগডাল ছুঁই ছুঁই।
ভয়ে বিব্রত ,এই বুঝি নতুন কোনো ঝড়ের সম্মুখীন ।
আমি কি চাই বলার অপেক্ষা রাখে না,
আমি কি দিতে পারি, তাই নিয়ে আফসোস।
তোমাদেরও কী এমন হয়?
প্রশ্ন পেরিয়ে উত্তরের জানাজানি।
সরলতা ছাড়িয়ে, চাটু লতার, চাল চুলো হীন।
কাল আবার দেখা হবে, বলতে পারি না আর,
যখন তখন, এখন ডাক আসে।
এলিয়েন জীবনে বর্ণমালার অবশেষ।
অন্ধকার আত্মা, যেখানে বর্ণহীন।
অনুভূতি সেখানে কণ্ঠ নীল, সবুজ সুদিন।