রং, রং, রং, রং, রং, ঢং (|||)
এলো, এলো, এলোরে
এ বছর এলোরে.... Folk

এসেছে, এসেছে পূজো এসেছে,
দুঃখ -ব্যথা ভুলে ,মুচকি হেসে।
এসেছে এসেছে উৎসব এসেছে,
অসাম্প্রদায়িক দেশে
আমাদের ভালোবাসার বাংলাদেশে।

মন জুড়ানো সপ্ন আশায়,
প্রণাম প্রতি ভোর, ভোরের ভাষায়,
মেঘমালা পাখনা মেলে,পঙ্খি সাজে।
পঙ্খী ভারে,ভর দুপুরি,
মন চুরি বীণা বাজিয়ে ।।


পুজোর রঙে , ঢং লেগেছে,
পুজোর ঢংয়ে, রঙ লেগেছে।
রঙে রঙে রাঙ্গাবো জীবন,
ভালোবাসার বাংলাদেশে। (||)


ক্লান্ত আধারী সন্ধ্যা সানাই,
বিকেল বাহারি, বন্ধু বানাই।
বন্ধু ,মনে রঙ লেগেছে।
দেখো ঐ রংধনু, সং সেজেছে ।।


সং সেজেছে, রাতের আঁধার,
আঁধার রাতে, আশার বাহার,
বাহার ভাবের, ভাব এসেছে,
ভাব এসেছে, রঙ লেগেছে, সং সেজেছে।।


আসবে আবার ঘুরে এমন দিনে,
বছর পেরিয়ে মাস, মন-প্লাবনে।
ঢাক-ঢোল তালে, নুপুর নাচে,
এই গানের টানে, মুচকি হেসে।।

পুজোর রঙে , ঢং লেগেছে,
পুজোর ঢংয়ে, রঙ লেগেছে।
রঙে রঙে রাঙ্গাবো জীবন,
ভালোবাসার বাংলাদেশে। (||)


এসেছে এসেছে পূজো এসেছে,
দুঃখ ব্যথা ভুলে, মুচকি হেসে।
এসেছে এসেছে সময় এসেছে,
অসাম্প্রদায়িক দেশে,
আমাদের ভালোবাসার বাংলাদেশে।

দেশ, দেশ আমাদের দেশ,
ভালোবাসার আমাদেরই বাংলাদেশ।
অসাম্প্রদায়িক বাংলাদেশ (||||)