যন্ত্রণার অনেক গুলো রং আমি দেখেছি ।
উপলব্ধি পেরিয়ে অনুভব করেছি।
নিজের সাথে কথা বলে জেনেছি ,
আমারি ভুল, হয়তোবা।
বিশ্বাস অবিশ্বাস,
প্রতিশ্রুতির প্রতিভা।

আচ্ছা,
যন্ত্রণার কতগুলো রং?
একটার সাথে আরেকটা,
মেলে না।
শূন্য থেকে এগিয়ে,
সামনে যাওয়া ছাড়া,
আর কোন উপায় আছে কি?
উপায় খুঁজতে,
উঁহু পায়ে সং সাজি।
যন্ত্রণা তখন মুচকি হাসে ,
রং এর ছড়ায়, রং ছড়াতে,
সং ছিটকে বেরিয়ে আসে,
আমারি ভুল, হয়তোবা।
বিশ্বাস অবিশ্বাস,
প্রতিশ্রুতির প্রতিভা ।

আমি নিশ্চিত, তবে নিশ্চিন্ত না।
তোমাদের জং ধরা যুগে,
যন্ত্রণার রং থাকবে কি না।
সব জানির,
সব আছের আলসেমিতে,
শূন্য কোথায়?
কোথায় থাকবে, শূন্যের শূন্যতা?
যন্ত্রণা আছে বলেই তো বলতে পারি,
আমারি ভুল, হয়তোবা,
বিশ্বাস অবিশ্বাস,
প্রতিশ্রুতির প্রতিভা ।