ভাবছো, অপেক্ষায় আছি,
নাহ, অপেক্ষায় আমি আর থাকি না।
ভাবছো, সময়ের মত ছুটছি,
নাহ, সময়ের মত আমার অত দম নেই।
ভাবছো, একদিন আমি অনেক বড় হব।
ভুল, জন্ম থেকেই আমি বড় হয়ে আছি।
নতুন করে আর বড় হওয়ার কিছু নেই।
প্রশ্ন জাগে,
তাহলে, এখন আমি কেমন আছি?
পাহাড়ী ঝরনা দেখেছ?
আমি এখন,
অনেকটা ঐ পাহাড়ী ঝরনার মত।
কুল কুল করে সামনে এগিয়ে যাওয়া ছাড়া,
আমার কোন উপায় নেই।
অপেক্ষা আমার কাছে, ঝরে পরা বৃষ্টি,
বৃষ্টিতে ঝরনা ফুলে ফেঁপে ওঠে,
পাহাড়ী ঢালের আঘাতে যে ব্যথা পাই,
সে ব্যথা কেউ কি দেখে?
এই পৃথিবীতে ব্যথা দেখার কেউ নেই।
আমার কথা থাক,
চল কুয়াশার ভীরে জোছনা দেখি,
কনকনে শীতে, সরিষা ফুলের জোছনা,
কী অদ্ভুত সুন্দর, তাই না!
আমার পাহাড় বেয়ে ভোর আসছে,
সন্ধ্যা আসার ভয়ে চোখ বুঝলাম।
রাত্রি চিরে আবার ভোর দেখব।
শীত গরম বলতে আমি কিছু বুঝি না।
পাহাড়ী ঝরনার শীত গরম বলতে,
কিছু থাকে না।