অনুভূতির জগতে প্রায়শই আমার আনাগোনা হয়,
উপলব্ধি হয় যুক্তি বিহীন এক অলৌকিক প্রশান্তির।
যেখানে চিন্তা সময়ের আগে চলে,
ইচ্ছা গুলো থাকে আলোকবর্ষ কে পেছনে ফেলে ।
পুতুল অথবা কোন রোবট কে যেমন বলি
কিরে কেমন আছিস ইচ্ছে বিহীন?
নিজেকেও বুঝি,আমিও পুতুল রোবট
মাছের মত সপ্ন দেখি, যদি উড়তে পারি।
কী অদ্ভুত ,প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে,
প্রণয় প্রজননের লিপ্সা ছেকে,
ছটফটানি দায়িত্ববোধ, দায় এড়িয়ে, বলে,
তোমরা তো ভালোই ছিলে,
আমার ঘাড়ে কেন এলে?
তারপর অবহেলার সাথে উপলব্ধির দেখা হয়,
অনুভূতি তখন একান্তই একা,
হাজার বছরের তারার আলো মত,
আসে পাশে অনেকেই আছে, থাকে,
কিন্তু তাঁরা কেউ কারো না।
অনুভূতি যাবি? ~কোথায়?
উপলব্ধির জগতে।
যেখানে এই পৃথিবীর কোনো আলো নেই।
তবে রাতও আসেনা কোনোদিন।
সে এক অদ্ভুত ,বিস্ময়কর, বীভৎস সুন্দর।
অনুভূতি ,
এখনো বসে আছে,
এই পৃথিবীর সময় ছাড়া ,
বাকী সবাই বসে থাকে ।
এখানে মায়া আছে ।
বালুকণা পুড়ে আয়না হওয়ার মত মায়া।
এক সময় সবি থামে,
চেইন টানা ট্রেন, হঠাৎ থামার মত।
সামনে মৃত্যু ছায়া।
অনুভূতি এখনো বসে আছে,
তবে উপলব্ধি কে আর দেখা যায় না।