তোমার বুকে মাথা রেখে ,
ভুলতে চাই এক দিবস ক্লান্তি,
তারপর সব গ্লানি মুছে,
আরেক দিবসের স্বপ্ন দেখি,
স্বপ্ন আঁকি।
এমন ভাবে ,
অনেক কথা বলতে ইচ্ছে করে,
জীবন অভিযোজনের ফাঁকে লিখতে ইচ্ছে করে।
নিকোটিনের ধোঁয়ায় উড়ে যায় ক্লান্তি,
পুড়ে যায় প্রশান্তি।
শেষ সুখটানে অনুভব, এটাই জীবন।
ছোট্ট একটা মুচকি হাঁসি।
আমার ছোট্ট আয়নায়,যখনি তাকাই,
দেখা যায় আমাকেই,
বুজি এটাই আমিই।
কখনো মনে হয় দূরের কেউ,
যে বোঝে না ন্যায় অন্যায়,
বোকা আসামী।
তোমাদের ও কী এমন হয়?
আমার আয়না কথা বলে না, প্রশ্ন করে,
আমি তোমাদের কাছে, মিথ্যে উত্তর খুঁজি।
সব হারিয়ে, প্রশান্তি খোঁজা লোকটি,
একা একা কি যেন বলে বেড়ায়।
শূন্য থেকে সৃষ্ট যে, তার হারানোর ,
কি আছে বাকি?
চারদিকে আফসোসের হাত তালি।
আচ্ছা,
সব পেয়েছির দেশটা আর কতদূর?
তোমার বুকে মাথা রেখে,
বলে বেড়াই সব পেয়েছি।
ধীপ ধীপ শব্দে বেঁচে থাকি, বেঁচে আছি।
সাথে আছে একরাশ ক্লান্তি,
কালের স্বপ্নে বিভোর প্রশান্তি।
আচ্ছা,
আমিই তো আমার না,
তুমি কি তোমার?
তাহলে কিসের এতো ব্রিভান্তি?
অন্তরালের অন্ত অভিযাত্রী,
আমাদের শুরুটা হয়তো জানি,
শেষটা কোথায়?
হে মন যদি জানতি.......।