আমার একটা মা আছে,
আর তাঁর ছবি আছে,
মুখোমুখি হইনি এখনো।
বিধ্বংসী স্মৃতি , আর পিছনে ফিরে তাকানো,
ঝাপসা হয়ে যাওয়া স্বপ্ন,
ঘুন ধরা সমাজের, চোখ উল্টানো,
আর বেঁচে থাকার অভিপ্রায়,
আমরা সন্তানেরা কী জানতো?
জানিনা মা দেখা হবে কিনা,
বাহান্ন, একাত্তর এখন আর কিছুনা।
পৃথিবীর আমি, নাকি আমি'র পৃথিবী,
এখন তাও জানিনা,
শুধু জানি, তোমাকে কষ্ট দেয়া যাবে না।
(((হ্যালো ৮৯২০ এপিসোড শুনে এই কথাগুলো লেখা।)))
০৭/০৭/২০১৭