কিরে মন ,ওরে মন, ভাবছিশ কেন এত?
কর্মফল, যোগ বিয়োগ করে দেখ,
ভাল আছিস কত?
সুন্দরের কাঙালি পৃথিবী,
সম স্বার্থের সম্পর্ক বিভাজনী , ক্লান্ত হবি?
ডাকছে আগামী, আর ভাবছি আমি,
কিরে মন, ওরে মন,
এই ভুলে মাখা শরীরে আর কটাদিন থাকবি?
দিবস পালন,দিবসের লালন ,
আর কতকাল করবি?
স্বপ্ন ডিঙিয়ে পার হয়ে দেখ,
যোগ বিয়োগ মিলেছে কি?
শাসন চাই, শোষনতো হচ্ছি,
কিরে মন ,ওরে মন
আবার একটু ভাববি?
আমি বলি, যত্তসব পথ পাঁচালী।
চায়ের দোকান, আজও সমাজ বিজ্ঞ সমাজ বিজ্ঞানী।
আছে গণতন্ত্র, ফুঁস মন্ত্র, ফুসফুসানি,
ধন্য ,আমরা ধন্য বাঙালী।
ওরে মনোবিজ্ঞ,আ-কার ই-কার ,
বাদ দে , হয়ে যা কর্মকার ,
তোর পিছে ছুটবে স্বপ্নতারিণী।
শুধু পিছন ফিরে দেখবি।