রাতেরও আলো থাকে,
যদি দেখতে চাই।
দিনেরও স্বপ্ন থাকে ,
যদি খুঁজতে যাই।

ভুলেরাও অসুস্থ হয়,
ক্লান্ত আফসোস বুঝতে চায়,
আর কত ভুল হবে, পথ চলায়।

ভুলের এপিঠেতো আছি আমি,
ওপিঠ দেখি শুধুই শূন্যতা,
আর কত বেঁচে থাকা ,
কই নিজের কিছুইতো, বললেনা ।

নাকি সাদামাঠাই বেশ আছি,
আছে মিথ্যে সান্ত্বনা,,,,,,,,,,।

৯ই চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ