একটা সময় ছিল,
বাবাকে চিনতাম, ।
একটা সময় এখন,
মাকে চিনছি, ।
কন্যা দায়গ্রস্ত সেঁ।
আর এই আমি,
মা তোমার দিকে তাকিয়ে,
ফুটো জাহাজে দাড়িয়ে।
একটা ডিঙি নৌকা এসেছিল,
বৈঠা ছিল না তার,।
তোর জন্য যাইনি মা,
তুই যে বৈঠা আমার।।
ফুটো জাহাজ ডুবে গেলে,
মাস্তুলে গিয়ে দাঁড়াবো,,,,,
কিছু স্বপ্ন আছে মা,
তা কি ভোলা যায়,?
সে নাকি আমি,
জানিনা কে পথ হারায়,।,,,,,,,
১৬/০৭/২০১৭
এই লেখাটা, আমার এক মেয়ে বন্ধু কে নিয়ে লেখা। হঠাৎ করেই ওর বিয়ের খবর শুনি। আমি জানতাম ও একজনকে ভালবাসতো। ওর জায়গায় আমি থাকলে, আমার কি রকম অনুভূতি হতে পারে, সেই অনুভূতি থেকে লেখা। এই লেখাটা পড়ে বন্ধু বলেছিল, তুই জানিস?কি কাল আমার বিয়ে। আমি বললাম, না জানিনা ,এখন জানলাম। তুই একদম আ আমার মনের কথা গুলো লিখে ফেলেছিস। বললাম হয়তোবা। এর পরে, অনেকদিন পরে জানতে পারলাম ও আমাকে ভালবাসতো বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে কখনো বলতে পারে নাই।