ঘুমকাতুরে ঘুম ,
ঘুমু আঁদো ঘুম,
ঘুমতো রাত জাগে না,
ব্যস্ত ঘড়ির, একা ব্যস্ততা ,তেটানা।

জানতে ইচ্ছে বড়,
জানাতে ক্লান্তি আরো,
জেনে রাখা,নিশ্চুপ ,কিছু বলে না।

শুধু সেদিনের আবেদন,
প্রয়োজন নিবেদন,
প্রিয় পাতানো আবরণ,
ভাল আছি আচরণ,
ভালো থাকা ভোর
ফিরে আসো না,,,,,,,,,,,,।

২৮ জ্যৈষ্ঠ ১৪২৫।