পাশে থাকার ইচ্ছে গুলো,
আশেপাশে ঘুরছে।
ভালবাসি বলতে গিয়ে,
ভাল আছি বলছে।
ভালো একটা বাসার কাছে,
ভাল থাকার ইচ্ছে।
ভালো থাকার ভালবাসা,
ভাল আশা খুঁজছে।
তারপর যাইহোক,
একটু মনে পরে,
একটু মনে পরছে।
চক্ষু খোলার দুই দুয়ারে,
রং বেরং এর রং আসরে
কানছি ভীষণ, ইচ্ছে।
মাঝখানে মাঝ বরাবর,
নৌকা নবীর কিচ্ছে।
শেষ বেলা তে শেষ বিশেষে ,
চোখ বুজেছি। কালকে আবার,
চক্ষু খোলার ইচ্ছে।
তোমরা তোমার, তোমরা তাহার,
আমার আপন আশা আসছে।
চোখ খুলেছি, চোখ বুজেছি,
জীবন পলক ফেলছে।
আমার,
আশেপাশের ইচ্ছে গুলো,
এখন,ভালবাসি বলছে।
ঐ তো,
ঐ তো ওরা আসছে,
আমার চক্ষু খোলার ইচ্ছে।