এখন শুধু তোমাকেই বলি,
কেমন আছি, কেমন যাচ্ছে দিন।
পুরোটা জুড়ে আপন শুধু তুমি,
সর্বক্ষণ সীমাহীন।
তোমাকে বলতে, পয়সা লাগে না।
চায়ের কাপে টুং টাং শব্দও হয় না,
প্রয়োজন পড়ে না, শেষ সুখ টানের।
অনুভূতির এক কোণে,
আলতো করে মন ছুঁয়ে,
বলে দিতে পারি সবটুকু, শঙ্খনীল।
প্রয়োজনের রাত জাগা ,অবিশ্বাসের স্বপ্ন সুদিন,
আর না পাওয়া, ইচ্ছে গুলো ,একসাথে সন্ধি করে।
কে যাবে কার আগে, ভূলে যায়,
আমি হয়তো এসেছি সবার পরে। যাব সবার আগে।
যখন তাই হয়,
দোষী তখন অকাল পোড়া কপাল।
তারপর, সব আগের মত।
আফসোস বুক চিতিয়ে ঘুরে বেড়ায়,
কাল হারিয়ে, কূল খুঁজে পায়।
সন্ধ্যা তারারা স্বপ্নহীন ।
সাদা চুলের টাক, ঝলসানো রোদ,আর মধ্য দুপুর
ক্লান্ত বন্ধুহীন এক ছলছল চোখের রাস্তা,
একা, বড্ড একা পথ চলা ।
তারপর খুঁজে পাওয়া, প্রভু আমি তোমারি ।
তাই ,তাই তোমাকেই বলি,
কেমন আছি ,কেমন যাচ্ছে দিন।
শত কোটি মানুষের ভিড়ে আমি বন্ধুহীন।