তোমাদের শহরের অলিতে গলিতে,
হেঁটেছি, ঘুরেছি আমি বহুবার।
তোমাদের নগরের, নাগরিকত্ব পেয়ে,
ভুলেছি, না বলা প্রতিবাদ।
ভালো আছির শহর, ভালো থাকির নগর ,
ভালো আছির নাগরিক,
ভালো থাকির নাগরিক অধিকার।
আচ্ছা,এতো ভালোর আলো কোথায়?
নাকি ,এই ভালো থাকাই আরেক অভিশাপ।
শহুরে সান্ত্বনা, আমি নাগরিক জানতো না।
আহ নাগরী যন্ত্রণা, এটা তো মন্ত্রনা।
চোখ বুজলেই অন্ধকার,
একা দোকা একাকার।
ভোরের স্বপ্ন কোথায়? অজানা।
বিদায় সকাল, বিদায় ভোরের আলো
রাত দুপুরে ভালো আছি বলতেই পারো।
তারপরও হাসো, হাসো না কেনো?
কান্না হাসে নীল দেয়ালে ,
বন্যা ভাসে , মন উজানে,
তারপর, আবার, আমরা সবার
স্বার্থ ছাড়া স্বার্থপর।
বলবে বলে বলছি না,শহর নগর কিছুই না
পান পাতার ঐ সুপারি যাতা কলে,
নেশার নগরী, চলে শহরে নগরে।
অভিশাপ সাদা কাগজের,
অভিমান সব অন্ধকারের।
অন্ধ অভিমান, বন্ধ অঙ্গীকার।