আমি বিশ-চব্বিশ,
বৈষম্যের বিষ।

আমার জন্ম অন্ধকারে , বন্ধ বিচারে,
আমার বেঁচে থাকা বাঁচে, আত্মচিৎকারে।
আমি ভাবি অভাবী, ভাবের স্বভাবি,
স্বভাব শান্ত হিস হিস।।

আমি দিনের বেদুঈন,
রাতের পাতে পেঙ্গুইন,
পোঙ‌টা নিশ পিশ,
আমার ভাষা ফিশ ফিশ,
আমার আশা ডিস মিস।।

আমার মুক্তি চেতনার, যুক্তি যাতনার,
আমি চুক্তি সংসার, নেংটা বাবার
আহা অহংকার, আহা অহংকার।
বৈষম্যের বিষ ,আমি বিশ চব্বিশ।।

আমি ডিজিটাল আর্কাইভ, ধোঁকার নৌকা,
আমি ফিজিকাল সারভাইব , টাকার টোটকা।
টস টসে টাকা, কস কষে কিস।
বাতাবি লেবু, বাতাবি ধানের শিষ।।

আমি সস্তা ইন্টারনেট, করি কেট কেট,
আমি বস্তা ভারতের, নয় মাসের পেট।
আমি ভাঙা কলমের শিষ,
আমি তোমারি, তুমি তোমারি, গানের গিটারিস্ট।।

আমি চুপ চাপ স্বাধীন, বাংলিশ টাইপিং।
আমি তোমাদের কেউ না, আমি আমার আল্পনা।
আমি স্বাধীন বোবা , বোবা বুকের বিষ।
জয় বাংলা খবিস, জয় বাংলা খবিস।।

হঠাৎ ইসরাফিল, আলোড়ন কিল বিল,
কোটার খোটা, খোটার কোটা, তিল তিল।
মুক্তি চেতনার, যুক্তি যাতনার,
আমি রাজাকার, তুমি রাজাকার,
আমরা রাজাকার, আমরা রাজাকার।
ওরে স্বৈরাচার তুই রাজাকার।


জনতা আওয়াজ ওঠা, কথা ক,
রাজার রাজ্যে, রাজা ধর।
প্রজা প্রণাম স্বপ্ন তোর,
স্বপ্ন ধর , স্বপ্ন ধর।
তুই বৈষম্যের বিষ ,তুই বিশ-চব্বিশ।।

মাঝখানে জুলাই ত্রিশ, হয়ে যায় পঁয়ত্রিশ,
মেলে না হিসেব, আমি রক্তাক্ত বিশ-চব্বিশ।
আমি আবু সাঈদ, আমি মুগ্ধ, আমি নাহিদ,
আমি আসিফ, আমি সারজিস।

এলো নতুন সংবিধান, গাই সাম্যের গান।
আমরা তোমাদের ভুলব না,
হে বৈষম্যের বিষ।।