আমি দেখেছি বড়ো হতে
দেখেছি বেড়ে ওঠে,
দেখেছি ফেলে আসা এই আমাকে,
দেখব না আর, দেখব কিভাবে?
আমি বুঝেছি নিরবতা,
বুঝেছি স্বাধীনতা,
বুঝেছি ভুলে যেতে হবে,
বুঝব না আর, বুঝে কি হবে?
আমি শুনেছি এসেছো তুমি,
শুনেছি আছো আজো,
শুনেছি ভালবেসেছো এই আমাকে
শুনবো না আর, শুনে কি হবে?
ওবেলার বেড়ে ওঠা,
স্মৃতিগুলো আজো কাঁদে,
ফেলে এসেছি বলে,।
সমীকরণ আবরণে বিষয় স্বাধীনেতে
বিষন্ন কে গো তুমি, ?
ভাবছো আমায় মনে মনে, ।
ওগো প্রেম ফিরে যাও,
নষ্ট সবি ,এই ডাস্টবিনে।
নত জানু কত হব,
কাঁদতে পারি না,
নিঃশেষে দেখা করি,
ফিরে আসব না আর,
বন্ধু এসে কি হবে।
১৬ জ্যৈষ্ঠ ১৪২৫।