পথের মাঝে পথ,
খুঁজে ফিরি রাস্তা।
এথায় ওথায় জিজ্ঞাসা,
কেন এসেছি, তাও জানিনা।

ক্ষনিকের লাভে, সুখ খুঁজে বেড়াই,
স্বপ্ন ডাকে, আমি বলি টা টা,
আমার চার দেয়াল আছে,
আমি যাব না।

সময়ের ওরা সীমা ছাড়িয়ে গেছে,
সময় কিছু বলেনি।
টিকে থাকার লড়াইয়ে ,
অসীম কে ডাকি, ।
কর্তব্যের বোঝা নিয়ে,
কলমের আর একটু কালি আছে বাকি, ।

হঠাৎ করেই প্রশ্ন জাগে,
অজুহাতের প্রশ্ন থাকে,
কেন মেলাতে চাই, জীবনটাকে?

তুমি আমি এক না,
তবু পেতে চাই পূর্ণতা।
ঘণ্টার কাঁটা নেই
মিনিট সেকেন্ডের ঝগড়াটা চলবেই।

কেন এমন হল,
কেন এমন হয়,
সুনামির অপেক্ষায় থাকা জীবন,
পূর্ণতা পায়নি সময়, ।

আমিতো সময় হতে চাইনি, …