তুই চলে যাবি,
ফিরবি কি আবার, ?
তোর স্বপ্ন ত্বরি ,কান্না ভারী ,
জলে না ডোবা সাঁতার।

তোর, পথের সাথী জানে নাকি,
আপনি, তুই তুমির মাঝখানে কি,
জমে যাবি, সন্ধ্যা শেষে,
যদিও টেম্পারেচার ফোরটি এইট ডিগ্রী।

স্বপ্ন পূরণে  উল্লাসী তুই
কখনো অভিমানী,।
মধ্য দুপুর ইটাদিয়ায়,
তখন আমরা স্বপ্ন বিহারী।

আমাদের মালদ্বীপে বন্ধু ,
এখনো চা পাওয়া যায়,
তোর আমার  আড্ডায়,
এখনো সস্তা সবি।
দুই হাঁটু মুড়ে সমাজ বিজ্ঞানী।

কেরাম খেলার এক টোকায় ,
জানি  ছিটকে যাবি।
হেরে যাবি কে বলেছে,
কেরামের তো পকেট আছে,
বলে  দিবি  ,খেলা এখনো শেষ হয়নি।

আমার বন্ধু আকাশ আছে,
আর আছে, দুই দুয়ারী  ক্লান্তি ,
হঠাৎ উড়বো, দেখবি ।।

কে বলেছে  ভয়  পেয়েছি,
পদবীটাতো  একাকিত্বের,
আমার তাতে কি?