তোমার জন্য আমি অপেক্ষা করি না,
তোমাকে যে উপেক্ষা করবো,
সেই সাহস টাও আমার নাই।
আমার চারপাশ আমাকে সময় দেয়,
ব্যস্ততার বেড়াজালে, এগিয়ে নেয়,
এক দিবস থেকে আরেক দিবসে।
ক্লান্তির হিসেব কষে খুঁজে পাই একরাশ একাকীত্ব।
বুঝে পাই আমার একাকীত্ব ভালো লাগে,
আমার একা থাকতে ইচ্ছে করে।
চুপচাপ শুনশান সময়ে, বাতাসের শো শো শব্দে
কি নিষ্ঠুর সুন্দর এক জগৎ।
অদ্ভুত সব,যা আমাকে আলিঙ্গন করে,
কিম্ভূত ইচ্ছে গুলো, বিদ্রোহ করে।
অদ্ভুত কিম্ভূত এর মাঝে আরো কিছু উঁকি দেয়,
ঐ যে বললাম যার জন্য আমি অপেক্ষা করি না,
যাকে আমি উপেক্ষা ও করতে পারি না।
আগ্রহের উপগ্রহে আমার বসবাস।