বোতলে ভরে রাখা মনটা,
ছিপি খুলে বেরিয়ে আসে।
ধুলো মাখা মেঠো পথটা ,
এখন আর নেই।
উত্তাল খর স্রোতে হারিয়েছে সে।
বোতল খুঁজতে গিয়ে,
মনে পরে,
কে জানে কখন সে,
সাঁতার শিখেছে।
আরও মনে পরে,
বড্ড বেশী দেরী হয়ে গেছে,
ছিপি খুলে আসতে।
স্মৃতি চারণ ,
শাসন বারণ,
আর হেরে যাওয়া।
শেষটা কবে,
জানতে চাওয়া।
ঐ পাড়ে মেঠো পথ ,
আর গোধূলি।
এক আনা পয়সা দেবে কেউ ,
আদুলী।
কচুরী পানা ফুল হাতে,
শেষের অপেক্ষা।