নিরবচ্ছিন্ন ব্যথার কিছু ঐতিহাসিক সুখ থাকে ।
ডানা ভাঙা সুখ পাখি কখনো বিরহে গান গায়...
জ্বালাময় যৌবনে জটায়ু ভবিষ্যৎ কখনো
মৃত্যুর ছবি আঁকে রাবনের ক্ষুধিত তরবারি দিয়ে...
বরফের মৃত মুখ অগ্নিসুদ্ধি যাচে অনুক্ষণ।
অপ্সরী কবরখানা জরোজরো রজনীগন্ধা ঘ্রাণে
নিষ্ঠুর পদতলে প্রাক্তন সাকির নগ্নতা খোঁজে...
জীবনের অনুপানে মহুয়া ফুলের মদিরতা
প্রেমিকা শিশিরে গুলে জলতরঙ্গ ধ্বনি বেজে ওঠে
জীবনের খাঁজে খাঁজে... মৃত্যুপুরীর অলিন্দে নিলয়ে !
এইসব উড়ুক্কু মেঘলা মনে দাউদাউ আগুনের ঝাঁঝ;
পরিযায়ী বাতাসে নির্লজ্জ অনঙ্গ আঁকে চটচটে ঘাম;
ময়ূরপঙ্খি নাও কখনো বা ঘুঁটে ভরে নিয়ে যায়
অনন্ত বৈতরণী বেয়ে... বেপরোয়া সাগরের ঢেউয়ে
দগদগে আগুনের ছ্যাঁকা দেওয়া স্তব্ধতার স্বপ্ন আশায়।
স্তব্ধতা সুরক্ষিত কৃষ্ণ মৃত্যুর আলপনা পদতলে...
দলে দলে উচ্ছাসের ঢেউ এসে নিভে যায় পদ প্রান্তে তার।
অতীতের গীত সব ভৈরবী সুর যায় ওষ্ঠ প্রান্তে থেমে
থমথমে স্বর্গের কুন্ঠিত দেহ ওঠে আর্দ্রতায় ঘেমে ।।