যে মুঠো শিথিল হোলো পরশে আমার
যে আঁখি উঠলো সেজে কাজলের টানে
জানিনা হারালো কোন অজানা আহ্বানে
কোন আকাশে উড়ে গেল হৃদয় তোমার ?
আমার সাম্পানে পাল ছিল ঠিকই তোলা
হাতে ছিল সুরভিত করবীর মালা
তোমার আসার কথা তুমি ভুলে গেলে
রাঙা রোদ মুছে দিলে কোন সে আঁচলে ?
যদিও সাগর জলে আজও ওঠে ঢেউ
যদিও বিকেলে চিল নীলাকাশে ওড়ে
কবরী শিথিল করে এলোনাতো কেউ
তবুও তোমার কথা আজও মনে পড়ে ।
গোলাপের লাল রং হয়ে গেছে ফিকে
করবীর ঘ্রাণ আর আসেনা এদিকে
কোন সে আকাশে আজ তোমার প্রকাশ
আজও প্রহর গুনে মেঘলা আকাশ ।
অনেক আবেগে চাঁদ সন্ধ্যায় জ্বলে
তারারা আলোক মেখে মিটিমিটি চায়
আমার দুচোখ আজো তোমার কাজলে
অশ্রুরা ঝরে পড়ে অঝোর ধারায় ।।