হে চেতনাতীতা ...
চেতনায় এসো নেমে ;
চৈতন্যের শঙ্খধ্বনি উঠুক প্রাণে প্রাণে বেজে...
মঙ্গলঘট আম্র পল্লবে উঠুক সেজে...
পূর্ণ পাত্রের শূন্যতা ভরে দাও প্রেমে।
তোমার অবগাহনের জলে পূর্ণ হোক ঘট।
তোমার অপরাজিতা শক্তি
ফুল হয়ে ফুটুক প্রতি প্রাণে...
মানবতার জয়গানে
ভরে তোলো তোমার চিন্ময়ী চিত্রপট ।
হে মহিষমর্দিনী...
সিংহের পিঠ থেকে এসো নেমে ;
একক সিংহের গর্জনে
তোমার পীঠস্থানে মানবতা বিজয়ী আসুরিক অসি ভেঙে যাক !
বরাভয়দাত্রীর আপন পদস্পর্শে বৈষম্যাসুর যাক থেমে ।
তোমার কোমল পায়ে কমলের দল...
যতো বিশৃঙ্খল
কমলার ছোঁয়া পেয়ে যাক টুটে যাক ... শুধু জেগে থাক
নিজের মায়ের মতো অচঙ্চলা ধরণীর মুখ;
সাম্যবাদী মানবতার জাগতিক সুখ।।