কালো নয়, অপরূপা সে এক নারী,
চোখে আঁকা কাজলের ঘোর কৃষ্ণ কালি ;
পানপাত্র হাতে নিয়ে রয়েছে দাঁড়িয়ে এই ঘরে ;
এসো সাকি ! ঢেলে দাও আছে যত সুরা ওই আবৃত আঁচলে।
এই অমাবস্যার রাতে ... মোমের বাতিতে ভাসা এই আঁধারে
পান করি হৃদয়ের প্রচ্ছন্ন আনন্দ লহরী ।
ব্যথার আঁধারে জ্বালো টিমটিমে প্রদীপের আলো ;
এসো না সাঁতার কাটি টুকরো আলোর আকাশে
এসো না জাবর কাটি জীবনের অতীতের ছিল যত ভালো ;
কষা মাংসের ঝাল ঢেকে নিই এ মেদুর সুরার আবেশে ।
ফিরবেনা জানি প্রিয়া এ আঁধার রাতে
ফিরবেনা জানি তাও আগামী প্রভাতে ।
সেই বেদনার রঙ এসো না মুছেই ফেলি আজ আঁধারে
এসো না বাতাসে গলি এই মোমরাতে...
তারপর মুছে যাব আগামী আলোর আভাতে ।।