কৃষ্ণপক্ষের উদাসী আকাশের পথে
ক্ষয়ে ক্ষয়ে এগিয়ে চলে সময়ের সাথে
আঁধারী অমাবস্যার দিকে গতি তার...
ধরার উপোসী ছায়া ধীরে ধীরে গিলতে থাকে
মায়াবী চাঁদের শরীরে মাখা.......
নরম রোদের সোনালী উষ্ণতাকে...!
সাতাশ নক্ষত্রে রতি ছিল যার...
সে আজ শুধুই চায়.......
সময়ের গতি যেন থেমে যায়...
পৌষের ছায়ার শীতলতা সরে যাক!
সূর্যের দুপুরের রোদ মেখে গায়ে...
উষ্ণতা আর একটু প্রাণে জেগে থাক!
তবুও সময় স্থির নয়...
তাই... সমস্ত আকাঙ্ক্ষা মেখে প্রাণে...
পৃথিবীর অমোঘ টানে.......
অমোঘ ঘূর্ণনে.......
অমাবস্যার পানে ছুটে যায়!
পৃথিবীর ছায়া মেখে গায়ে....
আর একটা অনুমেয় শুক্লপক্ষের আশায়!!
_____________________________________