সেদিন যখন বৃষ্টি অঝোর ঝরে
খোলা মাঠে ভিজেই তুমি সারা
কেউ ছিলনা পথে ও প্রান্তরে
ছোট্ট একটা ছাতা হাতে কেবল আমি ছাড়া ।
ভেবেছিলাম জয় করেছি মন
ভেবেছিলাম আমি ভীষণ বীর
অধীর চিত্তে দারুণ উচাটন
তুমি কিন্তু বরফ সম শীতল এবং স্থির ।
কালের স্রোতে বয়েই গেছে জল
আমার ছাদ কখন গেছে উড়ে
পোড়া ছাতায় ধোঁয়া অনর্গল
দিশেহারা মরছি আমি কেবল ঘুরে ঘুরে ।
পড়ছে মনে অনেক স্মৃতির সুখ
তপ্ত রোদে পুড়ছে যখন মন
তখন তাদের বরফ শীতল মুখ
অনেক বন্ধু , সুহৃদ আর নিকট পরিজন ।
এখন আমি দাঁড়িয়ে মরুর মাঝে
মাথায় আগুন ঢালছে প্রভাকর
বিশাল ছাতায় বৃষ্টিস্নাত সাজে
আমার পাশে তুমিই এসে হাসছো মনোহর ।
গলছে অহং ভেজা ছাতার জলে
চোখের থেকে পর্দা যাচ্ছে টুটে
তোমার চোখের মনি উঠলো জ্বলে
আঁধার চিরে হঠাৎ যেন ভোর উঠছে ফুটে ।