মেঘের গল্প রূপকথা হয়ে গেছে
বৃষ্টি শুধু অতীতের স্মৃতি ক্রন্দন
মনটা কেবল পাথর হয়ে আছে
কষ্টেরা শুধু অতীতের মৃদু স্পন্দন।
শোষিতেরা আজ মুক্তির পথযাত্রী
সব অন্যায় বুকে চেপে ধরে স্বর্গে
শোষকের দল চাকরির পদপ্রার্থী
ঘুরছে ফিরছে হাসপাতালের মর্গে ।
প্রাণহীন দেহে মাংসেরা আজ শুকনো
উদরপূর্তি অগ্নি শিখায় ঝলসে
রক্তের তৃষা ম্লান মুখে আজ লুকোনো
ঘোরাফেরা করে শূন্য কাঁখের কলসে।
নরকের চোখ অশ্রুবারিতে পূর্ণ
মর্ত্যের থেকে ভেসে আসা সেই ঘ্রাণ
লোভের ইসারা ভবিষ্যতের চূর্ণ
শোষক নামক জীবন্মৃতের গান ।।
______________________________