যে নিভৃত পথে হাঁটি
সেই সরণির কোলাহল
দেব গান্ধার হয়ে ঝরে পড়ে ...!
ঝরে পড়ে কান্তারের বৃক্ষশাখে
রোদের নরম দুপুর ...
বলাকায় আলপনা রোদ চলকায় ;
অপরাহ্নের আসন্ন চোঁয়া আলো
মনের ভিতরে খেলা করেনাকো আর ।
আগামী রাতের স্বপ্ন
আঁকেনা মেদুর ছবি কোলাহলের নিভৃত চিত্রপটে ...
মনোবনে ঈশ্বর হেঁটে চলে একা
প্রকৃতির দীর্ঘশ্বাসে বিমূর্ত সন্ধ্যা নামে ;
আরতি মৌন হয়ে রয় ...
সাধনার অনুষঙ্গ ক্ষয়ে আসে ক্রমে ;
অন্ধকার মেঘেদের অসূয়া বুকে
বেজে ওঠে কলাবতী তান ।
চন্দ্রমায় জোনাকি আলাপ ...
এখন কি বেপথু আত্মারাম
পিছু ফিরে তাকাবে আবার ?